ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছিল সেই এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম কামাল পুরকেইত। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বোমার বিস্ফোরণে তাঁর বাম হাতের একাংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কামাল পুরকেইত। সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় কামালকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকায় তল্লাশি চলছে। কীভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে এলাকা অশান্ত করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা।