• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বসিরহাটে অসুস্থ আরও এক বিএলও

শঙ্কর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের বিএলও

বসিরহাটে আরও এক বিএলও অসুস্থ। সূত্রের খবর, শুক্রবার রাতে কাজের সময় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর সিংহ। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এসআইআরকে দায়ি করেছেন পরিবার।

পরিবার সূত্রে খবর, শঙ্কর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের বিএলও। শুক্রবার রাতে কাজে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে প্রথমে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করান। তার পরে তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরে কাজের চাপে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এসআইআরের কাজ থেকে অব্যাহতি চাইছিলেন। শঙ্করের স্ত্রী মামনি সরকার সিংহ জানিয়েছেন, কাজের চাপ চলছিল। অনলাইনে ফর্মের তথ্য ভরতে হচ্ছিল। সেই চাপে গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

Advertisement