মা উড়ালপুলে ফের দুর্ঘটনা! মৃত বাইক আরোহী

মা উড়ালপুল।

ফের বাইক দুর্ঘটনা মা উড়ালপুলে! বুধবার ভোরে উড়ালপুলের উপর দিয়ে বাইকে করে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। তবে দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট তাঁর নিথর দেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। কেন দেহ উদ্ধার করে কেউ হাসপাতালে নিয়ে যায়নি? দুর্ঘটনার এতক্ষণ পর কেন পুলিশ এসেছে? এই প্রশ্নগুলিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, বেপরোয়া গতিতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছিল। মা উড়ালপুলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান বাইক আরোহী। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার সময় কানে ফোন ছিল বাইক আরোহীর।

এছাড়াও, তাঁর মাথায় হেলমেট ছিল না। দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই তিনি নিয়ন্ত্রণ হারান। বাইকের গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার ফলে বাইকটি ২০০ মিটার দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনা দেখে স্থানীয় লোকেরা ছুটে এসেছিল এবং পুলিশকে খবর দিয়েছিল। কিন্তু এরপর কেটে যায় দীর্ঘ সময়। রক্তাক্ত নিথর দেহটি পথেই পড়ে ছিল। প্রায় চল্লিশ মিনিট পর পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাঁরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিল। বাইক আরোহীর পরিচয় জানা যায়নি। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।