এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী চিত্র

এসআইআরের আতঙ্কে আরও একজনের মৃত্যু হল বীরভূমে। এ বার ঘটনাস্থল সিউড়ি–২ ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রাম। শুক্রবার সকালে খেলা বেদে নামে ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে এসআইআরের শুনানির জন্য ডাকা হয়েছিল খেলা বেদেকে। তিনি নির্ধারিত দিনে হাজিরা দিয়ে প্রয়োজনীয় নথিপত্রও জমা করেন। অভিযোগ, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও দ্বিতীয় বার শুনানির নোটিস আসার খবর পান তিনি। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন বৃদ্ধ। পরিবারের দাবি, গত দু’দিন ধরে তিনি প্রবল আতঙ্কে ভুগছিলেন এবং খাবারদাবার প্রায় বন্ধ করে দিয়েছিলেন। পরিবারের এক সদস্যের কথায়, ‘দ্বিতীয় বার ডাকার খবর পাওয়ার পর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। শুক্রবার ভোরে বাড়ির উঠোনে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।’

প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, স্ট্রোকের জেরেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত মানসিক চাপই এর মূল কারণ। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, অপরিকল্পিত ভাবে এসআইআর চালানো হচ্ছে। তার ফলেই সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। বৃহস্পতিবারই তৃণমূল দাবি করেছিল, রাজ্যে এসআইআরের আতঙ্কে প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে, বীরভূমের এই ঘটনায় স্থানীয় ব্লক প্রশাসনের বক্তব্য, খেলা বেদের এসআইআর সংক্রান্ত শুনানি আগেই সম্পন্ন হয়েছিল। তাঁকে দ্বিতীয় বার ডাকার কোনও সরকারি নোটিস জারি হয়নি। কে বা কারা তাঁকে নতুন করে শুনানি হবে বলে ডাক দিয়েছিল, তা স্পষ্ট নয়। বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গে এখন যে কোনও মৃত্যুর ক্ষেত্রেই এসআইআরকে দায়ী করা হচ্ছে। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়।