• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভােটের ফল নিয়ে প্রশ্ন অমিত শাহের, জানালেন কৈলাস বিজয়বর্গীয়

বিজেপি-র বিপর্যয়ের হল কেন তা জানতে চেয়েছে অমিত শাহ। রবিবার দুপুরে এ কথা জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাশ বিজয়বর্গীয় (File Photo: IANS)

বাংলায় বিধানসভা ভােটে বিজেপি-র বিপর্যয়ের হল কেন তা জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে এ কথা জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভােটে বিজেপির ভরাডুবি হয়েছে।

পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলেছেন। তিনি জানান, ভােটের পূর্ণাঙ্গ ফল মেলার পর বিজেপি নেতৃত্বের তরফে পর্যালােচনা করা হবে।

Advertisement

বিধানসভা ভােটের প্রচারপর্বে রাজ্যে এসে একাকি বার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। সকালে গণনার সময় ইঙ্গিত মিলছিলাে, ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির।

Advertisement

যদিও ৩ বছর আগে লােকসভা ভােটে অনেকটাই হিসেব মিলিয়েছিলেন শাহ। সে বার রাজ্যের ৪২ টি লােকসভা আসন্দ্রে অর্ধেক আসনে জেতার দাবি করেছিলেন তিনি। বিজেপি জিতেছিল ১৮ টিতে।

Advertisement