বাংলায় ক্ষমতায় আসবেন অমিত শাহ, কটাক্ষ সৌগতর 

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি।’

Written by SNS Kolkata | November 7, 2020 9:07 pm

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Photo: IANS)

বুধবারই রাজ্যে এসেছেন অমিত শাহ। বিজেপির প্রাক্তন সভাপতি বৃহস্পতিবার সকালে যান বাঁকুড়ায়। শহরের রবীন্দ্র ভবনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তার আগে বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিতে যান। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি।’

অমিতের মুখে এই দাবি অবশ্য নতুন নয়। এর আগেও বাংলায় ক্ষমতা দখলের ভবিষ্যদ্বাণী করেছেন। অতীতেও বলেছেন রাজ্য বিধানসভার দুই তৃতীয়াংশ আসন জয়ের কথা। তবে অমিতের দাবি বিজেপির দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। 

প্রসঙ্গত, এদিন বাঁকুড়া থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, মমতা সরকারে অনিচ্ছার জন্য রাজ্যের মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তিনি দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। উনি ভয় পেয়েছেন বলেই বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না।’

অমিতের আরও দাবি, কেন্দ্র কৃষকদের জন্য যে ৬ হাজার টাকা করে দিচ্ছে কিংবা গরিব পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু করেছে তার সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ। রাজ্য সরকার অন্তত ৮০ টি কেন্দ্রীয় প্রকল্পে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন অমিত। 

স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে সৌগত রায় বলেন, ‘বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে সঙ্গে আছেন এবং থাকবেন। এখানে বিজেপি-র কোনও রাজনৈতিক গ্রহণযােগ্যতা হয়নি। অমিত শাহ যা বলেছেন তার কোনও রাজনৈতিক প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দলিত, আদিবাসী, গরিবদের স্বার্থ দেখছে এবং আগামীতেও দেখবে।’