ফের পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসেই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। প্রসঙ্গত, ২৯ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়া সভা করার কথা রয়েছে তাঁর। আর ঠিক তার দু-দিন পর, ৩১ তারিখ রাজ্যের আসার কথা ছিল অমিত শাহর। সেই সফরই পিছিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অন্তত সাতদিন পর তিনি কলকাতায় আসতে পারেন। তবে সফর পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপি সূত্রে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। একাধিক কারণ নিয়ে কানাঘুষো চলছে।
আগামী ৩১ মে রাতে কলকাতায় নামার কথা ছিল অমিত শাহর। পরদিন অর্থাৎ পয়লা জুন যোগ দিতেন দু’টি কর্মসূচিতে। একটি আয়োজন হওয়ার কথা ছিল সায়েন্স সিটি চত্বরে। অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই কর্মসূচি মিটিয়েই তারপর রাতে রওনা দিতেন রাজধানীতে। আপাতত সবকিছুই বাতিল হয়ে গেল। অমিত শাহর এই সফর পিছিয়ে যাওয়া নিয়ে একাংশের মত, চলতি সপ্তাহে আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা। তাই ঝুঁকি নিয়ে দিল্লি থেকে অমিত শাহ বাংলায় আসুন, তাতে মত নেই শীর্ষ নেতৃত্বের।
আরেকটি সূত্র থেকে জানা গিয়েছে, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের কাজটা চূড়ান্ত হয়ে যাবে। আর সেই কাজ শেষ হলেই জুনের প্রথম সপ্তাহে বাংলায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য একপক্ষের ধারণা, মোদী-শাহ দুই হেভিওয়েট নেতার পরপর বঙ্গ সফরে দলীয় কর্মীরা ব্যতিব্যস্ত হয়ে যাবেন। নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হতে পারে। তাই মোদীর ঠিক পরেই আসছেন না শাহ।
এদিকে, পদ্ম শিবিরের সাংগঠনিক নীতি অনুযায়ী, অর্ধেক রাজ্য সংগঠনগুলিতে সভাপতি বাছাইয়ের কাজ শেষ হলে তবেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পথে এগোতে পারবে দল। সেই নিরিখে ৩৬টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি সভাপতি নির্বাচনের কাজ বাকি রয়েছে। ছক ভেঙে কি এবার সর্বভারতীয় সভাপতি বাছাই করবে বিজেপি? নজর থাকছে সেই দিকেও। তবে আপাতত সবচেয়ে বড় খবর, ফের একবার পিছিয়ে গেল অমিত শাহর বঙ্গ সফর।