• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যে সংক্রমণ নিম্নগামী হলেও বাড়ল মৃতের সংখ্যা

রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জেলায় করােনায় মৃত্যু শূন্য হলেও এক লাফে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে।দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও মৃত্যু বাড়ছে।

প্রতীকী ছবি (File Photo: AFP)

রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জেলায় করােনায় মৃত্যু শূন্য হলেও এক লাফে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। সেই সঙ্গে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও মৃত্যু বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য দফতরের রিপাের্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করােনা আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬। সুস্থতার হার ছিল ৯৮,০১ শতাংশ। গত ঘণ্টায় কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Advertisement

এই জেলায় করােনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৯২ জন। করােনায় প্রাণ কেড়েছে ৩ জনের। দার্জিলিংয়ে নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ৮১ জন পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

Advertisement

কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭ বৃহস্পতিবার কেন্দ্রের বুলেটিন বলছে, নতুন করে দেশে করােনা। আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৮৩ জন, যা গতদিনের খানিকটা কম। ২৪ ঘণ্টায় মােট মৃত্যুর সংখ্যা ৫০৭ জন।

Advertisement