রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তরুণ প্রজন্মের উপর ভরসা রাখতে চাইছে মালদহ জেলার কংগ্রেস শিবির। সদ্য নতুন জেলা কমিটি ঘোষণা করেছে কংগ্রেস। ৭৪ জনের সেই কমিটিতে ৪০ জনই নতুন মুখকে রাখা হয়েছে। প্রত্যেকেরই বয়স ৪০ বছরের মধ্যে।
তরুণদের পাশাপাশি কমিটিতে রয়েছেন প্রবীণরাও। ৯২ বছরের আবু হাসেম খান চৌধুরীকে আমন্ত্রণমূলক সদস্য হিসাবে কমিটিতে রাখা হয়েছে। দলের কর্মী সমর্থকরা আশাবাদী, আগামী নির্বাচনে জেলায় ভালো ফল করবে কংগ্রেস। ৭৪ জনের মালদা জেলা কমিটিতে সভাপতি পদে বহাল রয়েছেন রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী৷ দুই সহ সভাপতি হয়েছেন প্রাক্তন দুই বিধায়ক মোত্তাকিন আলম ও আসিফ মেহবুব৷
সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৯ জন৷ এর মধ্যে পাঁচজনই তরুণ প্রজন্মের মুখ৷ তাঁরা হলেন মতিউর রহমান, ইন্দ্রনারায়ণ মজুমদার, হাসনাৎ শেখ, চিত্তরঞ্জন সাহা ও জিয়াউর রহমান৷ রয়েছেন ১২ জন জেলা সম্পাদক। তাঁদের মধ্যে সায়েম চৌধুরী, আতাউর রহমান, সিদ্ধার্থ সরকার, অসিত মণ্ডল, নায়েম চৌধুরী ও রঞ্জন সরকার নতুন মুখ রয়েছেন৷ এভাবে প্রত্যেকটি পদে পুরোনোদের পাশাপাশি নতুন কিছু মুখও কমিটিতে রাখা হয়েছে৷
জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম জানিয়েছেন, নতুন এই কমিটিতে নবীন ও প্রবীণদের মধ্যে যথেষ্ট ভারসাম্য রক্ষা করা হয়েছে৷ কমিটিতে বর্ষীয়ান নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মকে জায়গা দেওয়া হয়েছে৷ এই ভারসাম্য আগামীদিনে দলকে আরও শক্তিশালী করবে৷ দ্রুত জেলা কমিটির বৈঠক ডাকা হবে। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি হবে। ইশা খান চৌধুরীর নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের হয়ে ভালোভাবে কাজ করার অঙ্গীকার করেছেন মোত্তাকিন আলম।