• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

ইঞ্জিনে ত্রুটি, মুম্বইয়ের বদলে কলকাতায় নামানো হল যাত্রীদের

বিপত্তি পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। কলকাতা বিমানবন্দরে মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে গেল সংস্থার একটি আন্তর্জাতিক উড়ান।

বিপত্তি পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ান। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী ওই এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইয়ে যাওয়ার কথা ছিল। সোমবার মধ্যরাতে দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি আর রওনা হতে পারেনি।

বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি যাত্রীদের নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর লাউঞ্জে চলে যান তাঁরা। মঙ্গলবার সকালে অন্য বিমানে কিছু যাত্রীকে মুম্বই পাঠানো হয়।

বাকি যাত্রীদের একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে উড়ান সংস্থা। যাত্রীদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। এদিকে যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।