অনলাইন অপসংস্কৃতির বিরুদ্ধে

সেফটি হ্যান্ডবুক হিসেবে ‘স্ট্যান্ড ফর সেফটি’ সেন্টার ফর সোস্যাল রিসার্চ এবং নাইয়ার সঙ্গে এই অ্যাপের সূচনা করা হয়েছে সংশ্লিষ্ট অনলাইন বার্তগুলির জন্যে।

Written by SNS Kolkata | June 30, 2022 1:23 am

অনলাইনে নানা ধরনের অপসংস্কৃতিমূলক বার্তার বিরুদ্ধে এবার বাম্বল এক নতুন অ্যাপ ‘স্ট্যান্ড ফর সেফটি’ নিয়ে এল।

সম্প্রতি সংস্থার পক্ষে এক সমীক্ষায় দেখা গিয়েছে পঞ্চাশ শতাংশ বার্তাই এমন অরুচিকর ও অপমানজনক।

সেফটি হ্যান্ডবুক হিসেবে ‘স্ট্যান্ড ফর সেফটি’ সেন্টার ফর সোস্যাল রিসার্চ এবং নাইয়ার সঙ্গে এই অ্যাপের সূচনা করা হয়েছে সংশ্লিষ্ট অনলাইন বার্তগুলির মোকাবিলায়।