নির্মাণ প্রকল্পে এলাকাবাসীর মতামত জানতে হলফনামা তলব

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষনের এজলাসে সরকারি নির্মাণ ঘিরে এক জনস্বার্থ মামলার শুনানি চলে। সেখানে প্রধান বিচারপতি রাজ্য কে সংশ্লিষ্ট এলাকাবাসীর মতামত জানতে হলফনামা তলব করেছে।

আগামী ৬ সপ্তাহের মধ্যেই এই মতামত বিষয়ক হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। তারপর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। উত্তর কলকাতার লেবুতলা পার্কে এক কমিউনিটি হলঘর নির্মাণ ঘিরে প্রশ্নচিহ্ন ওঠে। সেখানে সন্দীপ পাল নামে এক এলাকাবাসী বিষয়টি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা হিসাবে পিটিশন দাখিল করেন।

অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় পার্কের মধ্যে কমিউনিটি হলঘর নির্মাণ হলে এলাকাবাসীদের কে অসুবিধায় পড়তে হবে বলে মামলায় তিনি উল্লেখ করেছেন। প্রধান বিচারপতি এদিন অবশ্য ওই নির্মাণ প্রকল্প টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এলাকাবাসীদের সার্বিক মতামত না জেনে কোন নির্মাণ আপাতত চালু করা যাবেনা বলে আদেশনামায় উল্লেখ রয়েছে। সন্দীপ পাল নামে উত্তর কলকাতার লেবুতলার বাসিন্দার দাবি, অত্যন্ত ঘিঞ্জি এলাকায় কমিউনিটি হলঘর হলে এলাকাবাসী ভীষণ অসুবিধার শিকার হবেন।