নিজস্ব প্রতিনিধি: সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপনে এবার বেলুর মঠে নাম৷ হাওড়া থেকে কলকাতায় ঢোকার মুখে বিরাট বিজ্ঞাপনী হোর্ডিং দিয়েছে কনক্রিটো সিমেন্ট কোম্পানি৷ বেলুড় মঠ শুধু প্রতিষ্ঠানই নয়, এটি লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রদ্ধা ও ভরসার প্রতীক৷ এবার সেই বেলুড় মঠকেই বিজ্ঞাপনের ইউএসপি ব্যবহার করল কনক্রিটো সিমেন্ট৷ তবে জানা যাচ্ছে, বিজ্ঞাপনে বেলুড় মঠের নাম ব্যবহারের অনুমতি সংস্থাকে দেয়নি রামকৃষ্ণ মিশন৷ ইতিমধ্যে বিজ্ঞাপনটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে৷ নানান প্রশ্ন উঠে আসছে৷ মিশনের অনুমতি ছাড়া বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে কেন ব্যবহার করা হল মঠের নাম?
হাওড়া ব্রিজ দিয়ে ব্রেবোর্ন রোডের ফ্লাইওভারে ওঠার পরে রাস্তার বাঁদিকে চোখে পডে় কনক্রিটো সিমেন্টের হোর্ডিংটি৷ হোর্ডিং-এ লেখা ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে কনক্রিটো নামটাই যথেষ্ট’৷ বিজ্ঞাপনটির বিষয়ে জানার পরই, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, ‘মঠের নাম ব্যবহারের অনুমতি কোনও সংস্থাকেই দেওয়া হয়নি৷ কারও সঙ্গে কোনও কথাও হয়নি৷ এটা ভক্তদের বিশ্বাসকে আঘাত করতেই পারে৷ আমরা ওই ছবি পেলেই পুলিশের কাছে অভিযোগ জানাব৷’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন,‘আমরা কোনও রকম বিজ্ঞাপন করি না৷ অথচ আমাদের নাম ব্যবহার করে বিজ্ঞাপন করা হয়েছে শুনে অবাক লাগছে৷’