• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সারদা মামলায় ইডির অতিরিক্ত চার্জশিট দাখিল

শুক্রবার কলকাতার ব্যাংকশাল আদালতে সারদা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে অতিরিক্ত চার্জশিট দাখিল করা হয়েছে। যা আদালত গ্রহণও করেছে।

কুণাল ঘােষ (Photo: IANS)

শুক্রবার কলকাতার ব্যাংকশাল আদালতে সারদা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে অতিরিক্ত চার্জশিট দাখিল করা হয়েছে। যা আদালত গ্রহণও করেছে। অর্থাৎ এবার বিচারের জন্য এগুচ্ছে এই মামলা।

এই অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে দুই বর্ষীয়ান সাংবাদিকের কুণাল ঘােষ এবং সুমন চট্টপাধ্যায় ভােটের আগে ইডির তরফে শে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘােষ কে কি হয়েছিল।

Advertisement

উল্লেখিত চার্জশিটে রয়েছে কিভাবে এই দুই সাংবাদিক সারদায় সুযােগসুবিধা ভােগ করতেন। লেনদেনের বিষয়ে উল্লেখ রয়েছে কুণাল ঘােষ-এর ১ টি মিডিয়া সংস্থা এবং সুমন চট্টপাধ্যায়-এর ২ টি মিডিয়া সংস্থা আছে। সারদার আর্থিক তছরুপ মামলায় অতিরিক্ত চার্জশিট দাখিল ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ক্রমশ বাড়ছে।

Advertisement

এই দুজন সাংবাদিক একলা জেলে ছিলেন। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। সারদা কর্তা সুদীপ্ত সেনের আর্থিক অবস্থা বর্তমানে এমন যে, ৩০০০০ হাজার টাকার জন্য জামিন পর্যন্ত মিলছেনা।

Advertisement