বাইক আরোহীর জীবন রক্ষা করে ফের নজর কাড়ল অভিষেকের‘সেবাশ্রয় ২’

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা ‘সেবাশ্রয় ২’ আবারও প্রমাণ করল—মানুষের পাশে থাকা মানেই শুধু দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি এক অবিচল অঙ্গীকার। উদ্বোধনের মাত্র কয়েক দিনের মধ্যেই শিবিরটি বড়সড় সাফল্যের নজির রেখে রাজ্যের মানুষের আস্থা আরও গভীর করেছে। সম্প্রতি এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহীর জীবন রক্ষা করে এই ক্যাম্প আবার আলোচনায় উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক বাইক নিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় ‘সেবাশ্রয় ২’-এ। সেখানে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোনও সময় নষ্ট না করে তাঁর চিকিৎসা শুরু করেন। তৎপরতা, দক্ষতা এবং আধুনিক চিকিৎসার ফলে ওই যুবক বর্তমানে বিপদমুক্ত। পরিবারের দাবি, সেবাশ্রয় ক্যাম্পে না আনলে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হত না। তাঁদের কথায়, “এখানে দ্রুততার সাথে চিকিৎসা খুব ভালোভাবে হয়েছে।”
শুধু পথ দুর্ঘটনা নয়, সাধারণ মানুষের নানান রোগের বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা এবং ওষুধ প্রদান—সবকিছুর জন্যই এলাকাবাসীর মধ্যে আস্থা বাড়ছে ‘সেবাশ্রয় ২’ নিয়ে। গরিব ও মধ্যবিত্ত বহু পরিবার জানাচ্ছেন, চিকিৎসার ব্যয়ভার না থাকায় তাঁরা নির্ভয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন। মানবিক উদ্যোগ হিসেবে তৈরি এই ক্যাম্প ইতিমধ্যেই মানুষের কাছে আশীর্বাদের মতো হয়ে উঠেছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রকৃত সেবা শুধু দয়ার কাজ নয়—এটি দায়িত্ব, কর্তব্য এবং মানুষের প্রতি অঙ্গীকার। তাঁর এই বিশ্বাস থেকেই ডায়মন্ড হারবারে প্রথম ‘সেবাশ্রয়’ ক্যাম্পের সূচনা। হাজার হাজার মানুষের প্রতিদিনের ভরসাস্থল হয়ে উঠেছে এই উদ্যোগ। সেই ধারাবাহিকতায় ‘সেবাশ্রয় ২’–এর চতুর্থ দিনেই নজিরবিহীন সাড়া মিলেছে।
চার দিনের পরিসংখ্যান অনুযায়ী—৪,৭৭১টি ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে দ্রুত শনাক্তকরণের সুযোগ তৈরি হয়েছে। ৪,৬৪৮ জন বিনামূল্যে পেয়েছেন প্রয়োজনীয় ওষুধ। মোট ৭,২৯৬ জন ক্যাম্পে এসে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেছেন। পাশাপাশি ১৭৪ জন রোগীকে উন্নততর চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সেবাশ্রয় ২ শুধু স্বাস্থ্য শিবির নয়, এটি এক বার্তা—সেবা সীমাহীন, নিঃস্বার্থ এবং দৃঢ়। যেখানে প্রয়োজন, আমরা পাশে থাকবই।” দক্ষিণ ২৪ পরগনার মানুষের মুখে একটাই কথা—সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসা নির্ভরযোগ্য, কার্যকরী এবং মানুষের জন্য সত্যিকারের ভরসা। মানবিকতার এই উদ্যোগ ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকবে বলেই আশা স্থানীয়দের।