ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারে ফের শুরু হচ্ছে অভিষেকের সেবাশ্রয়

বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার ডালি সাজিয়ে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিয়ে এসেছিলেন ‘সেবাশ্রয়’। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া এই প্রকল্প টানা ৭৫ দিনে ১২ লক্ষ মানুষকে নতুন জীবন দান করেছে। নিজ প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে ফের সেবাশ্রয় ক্যাম্প শুরু করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বিষ্ণুপুরের আমতলায় সাংসদ কার্যালয়ে লোকসভা কেন্দ্রের নেতাকর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে মিলিত হয়ে সেবাশ্রয় নিয়ে জনপ্রতিনিধিদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তবে সে সময়ও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবশেষে বিস্তর আলোচনার মধ্য দিয়ে ডিসেম্বর মাসকেই চূড়ান্ত করা হল।
জানা গিয়েছে, পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে এই ক্যাম্প। পূর্বের মতই বিধানসভা ভিত্তিক বিনামূল্যের স্বাস্থ্যশিবির আয়োজিত হবে। মহেশতলা বিধানসভা কেন্দ্রে পয়লা ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে ৮ ডিসেম্বর থেকে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর বজবজ বিধানসভা কেন্দ্রে ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে শিবির।
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে ২২, ২৩, ২৬ এবং ৩০ ডিসেম্বর ক্যাম্প চালু থাকবে। উল্লেখ্য, বড়দিন এবং নববর্ষ উপলক্ষ্যে কয়েকদিন বন্ধ থাকবে সেবাশ্রয়ের শিবির। এরপর বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। ফলতা বিধানসভায় ক্যাম্প চলবে ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। সবশেষে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প চলবে বলে জানা গিয়েছে। পূর্বের মত, সপ্তাহ ব্যাপি চলতে পারে মেগা ক্যাম্পও।
উল্লেখ্য, সেবাশ্রয়ের সূচনার পেছনে এক মানবিক কারণ দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২৪-এ ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষ ১০ হাজার রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। তারপর সেবাশ্রয় কর্মসূচি ঘোষণা করে জানিয়েছিলেন, বিপুল ভোটে জয়ের কারণে তিনি ডায়মন্ড হারবারের মানুষের কাছে ঋণী। সেই ঋণ শোধ করতেই তাঁর এই কর্মসূচি।
রক্তচাপ, সুগার, ক্যান্সার পরীক্ষা থেকে শুরু করে ছানি, হার্ট অস্ত্রোপচারের মত জটিল রোগের চিকিৎসা করে রেকর্ড গড়েছে সেবাশ্রয়। ডায়মন্ড হারবারের বাইরে থেকে তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগীদের নিয়ে তাঁদের পরিজনেরা এসেছিলেন অভিষেক আয়োজিত স্বাস্থ্যশিবিরে। ভিন্‌রাজ্যে একাধিক রোগীর চিকিৎসা করানোরও বন্দোবস্ত করে দিয়েছিল তাঁর টিম। তৃণমূল সূত্রে খবর, এবার সেই কর্মসূচি বছরের শেষ মাস ডিসেম্বরেই শুরু হতে পারে।