আজ অভিষেকের কর্মসূচি বীরভূমে। বেলা সাড়ে ১২টা নাগাদ তারাপীঠ মন্দিরে যাওয়ার কথা তাঁর। তার পর তিনি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে। সেই কর্মসূচি শেষ করে অভিষেক যাবেন রামপুরহাট হাসপাতালে। সোনালি বিবির সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে। নানা কারণে বীরভূমের রাজনীতি স্পর্শকাতর। দলের মধ্যে অনুব্রত মণ্ডল, কাজল শেখদের বিবাদের বিষয়টিও সর্বজনবিদিত। সেই জেলায় অভিষেক কী বার্তা দেন সেই দিকে নজর থাকবে সবার।