আগামী ২১ জানুয়ারি পুরুলিয়ায় আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুড়া ব্লকের লধুড়ুকা চন্ডেশ্বর মাঠে জনসভা করবেন তিনি। আজ শুক্রবার তারই প্রস্তুতি বৈঠক করা হল সেই মাঠেই। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, তৃণমূলের জেলা সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন সহ তৃণমুল নেতৃত্ব।
তার আগে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি , সহ জেলা পুলিশের আধিকারিকরা তৃণমূল নেতৃত্বের সাথে মাঠের খুঁটিনাটি বিষয়ে পরিদর্শন ও আলোচনা করা হয়। জেলা তৃণমূল নেতৃত্ব জানান, আগামী ২১ তারিখ ওই হুড়ার জনসভায় লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী ও সমর্থকেরা সহজেই যাতে আসতে পারে সে কথা মাথায় রেখে ওই জায়গাকে ঠিক করা হয়েছে। তাছাড়াও লধুড়কার চণ্ডেশ্বর মাঠ অনেকটাই বড়। যানবাহন রাখার প্রচুর জায়গা রয়েছে।