জন্মদিনে ডায়মন্ড হারবারবাসীকে উপহার, ১ ডিসেম্বর থেকে ‘সেবাশ্রয়–২’ শুরুর কথা ঘোষণা অভিষেকের

নিজের জন্মদিনে ডায়মন্ড হারবারবাসীকে বিশেষ উপহার দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাদ্যায়। শুক্রবার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’–এর ঘোষণা করেন তিনি। প্রথম দফার সেবাশ্রয় ক্যাম্পের সাফল্যের পর মানুষ দ্বিতীয় দফার ক্যাম্পের অপেক্ষায় ছিলেন। এদিন তারই দিনক্ষণ ঘোষণা করেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’-এর শিবির শুরু হবে। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। পাশাপাশি ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের বিধানসভা এলাকায় চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এই শিবিরগুলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।
শুক্রবার অভিষেকের জন্মদিন। আর এদিন সকালে তিনি সমাজমাধ্যমে লেখেন, চিকিৎসা পরিষেবা সহজলভ্য করতে ও মৌলিক অধিকার অক্ষুন্ন রাখার লক্ষ্যে সেবাশ্রয়ের ধারণাটি তৈরি হয়েছিল। শুধুমাত্র ডায়মন্ড হারবারের মানুষের জন্য নয়, সাড়া বাংলার অগণিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গত বছর সেবাশ্রয় কর্মসূচি চালু করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে খুশি। দ্বিতীয় বার এই কর্মসূচি ফিরছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার জন্য শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’।
উল্লেখ্য, প্রথম দফার সেবাশ্রয় কর্মসূচিতে প্রচুর মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন। শুধু ডায়মন্ড হারবার নয় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন এই কর্মসূচির সুবিধা পাওয়ার জন্য। এই সাফল্যের পর ফের একবার ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় দ্বিতীয় দফার সেবাশ্রয় শুরু হতে চলেছে। সূচি অনুযায়ী, ১–৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা, ৮–১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ, ১৫–২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ, ২২–৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর, ২–৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া, ৯–১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬–২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হবে। সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে একাধিক পরিষেবা পাবেন মানুষ। তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্টের ব্যবস্থা, রেফারেল পরিষেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, চশমা ও শ্রবণযন্ত্র প্রদান, অ্যাপ–ভিত্তিক রেজিস্ট্রেশন ও স্বাস্থ্যের রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে।