• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

সঙ্কটজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ‘এয়ারলিফ্‌ট’ করে দিল্লিতে নিয়ে যাওয়ার ভাবনা

উচ্চমানের চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, এজন্য তাঁকে ‘এয়ারলিফ্‌ট’ করে রাজধানীর এমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে।

ফাইল চিত্র

খুবই সঙ্কটজনক অবস্থায় আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যে হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন, সেখানে আইসিইউ-তে রাখা হয়েছে। তাঁকে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা সত্যিই সঙ্কটজনক।

সেজন্য তমলুকের এই বিজেপি সাংসদকে উচ্চমানের চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, এজন্য তাঁকে ‘এয়ারলিফ্‌ট’ করে রাজধানীর এমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে। দলীয় নেতৃত্ব এ বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement