সুন্দরবনে ঘুরতে গিয়ে নিখোঁজ গড়িয়ার এক যুবক

ঘুরতে গিয়ে অঘটন। সুন্দরবনে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন গড়িয়ার এক যুবক। নিখোঁজ যুবকের নাম সুমন পাল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। সুমন দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা। ২২ জনের একটি দল সুন্দরবনে ঘুরতে যায়। সেই দলেই ছিলেন ওই যুবক। এখনও তাঁর খোঁজ মেলেনি।

গত ১৬ জানুয়ারি ২২ জনের একটি পর্যটক দল সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন। আশেপাশে ঘোরার জন্য নৌকা ভাড়া নেন তাঁরা। নৌকাতে চড়েই কৈখালিতে ঘুরতে যান তাঁরা। পরের দিন তাঁদের বাঘ দেখতে যাওয়ার কথা ছিল। সেই কারণে

শনিবার রাতে তাঁরা মাতলা নদীর তীরে একটি নৌকায় রাত্রিযাপন করে। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সুমন পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যান বলে দাবি মাঝির। মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি। তাঁকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন কয়েক জন। এখনও পর্যন্ত সুমনকে উদ্ধার করা যায়নি।


সেই নৌকার মাঝি ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, ‘১৬ তারিখ সুন্দরবন ঘুরতে আসেন দাদারা। নৌকায় কৈখালিতে রাত কাটিয়েছিলাম আমরা। শনিবার সাড়ে ১১টা নাগাদ সকলে নৌকায় ছিলাম। এক দাদা ভাত নিয়ে নামতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান। আমাদের এক দাদা জলে ঝাঁপ দেন। তার পর সারা রাত ধরে খোঁজ করেছি। কোথাও পাইনি।’ রবিবার সকালে কুলতলি থানায় পুরো ঘটনার কথা জানিয়েছেন সুমনের সঙ্গীরা। নিখোঁঝ ওই যুবকের খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িযেছে।