• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

সোমবার রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচি মতুয়াদের একাংশের

সেই ঘটনার প্রতিবাদে  সোমবার রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে জবাব চাইতে গিয়ে ঠাকুরনগরে সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন শ্যামনগরের বাসিন্দা এক মতুয়া গোঁসাই। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরা এই কাজ করেছেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে  সোমবার রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। তারা জানিয়েছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি করা হবে।
উল্লেখ্য, এসআইআরের এনুমারেশন পর্ব মিটে যাওয়ার পর খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোষ্ঠীর একাধিক কর্মী ও সমর্থক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তাদের বক্তব্য, শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি ও আরএসএসের ক্যাডারেরা পরিকল্পিতভাবে মতুয়া সাধু-গোঁসাইদের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হবে।

Advertisement

Advertisement