দীপাবলির পরের দিনেই দুর্ঘটনা। উত্তর ২৪ পরগণার খড়দহের একটি রঙের কারখানায় আগুন লাগে মঙ্গলবার সকালেই৷ ঈশ্বরীপুর এলাকার ওই রঙের কারখানা থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে শুরু করে, যা দেখে নিমেষে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাঠাৎই দাউদাউ করে আগুন লাগে কারখানাটিতে, এবং সেই আগুন দ্রুত ছড়াতেও শুরু করে। স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দিতেই, ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে কর্মীদের।
তবে কীভাবে, কোথা থেকে আগুন লাগল সেবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কালীপুজোর পরেরদিন সকালে কারখানা থেকে আগুন বের হতে দেখে স্থানীয়রা। আগুন দ্রুত ছড়ানোর কারণে, খড়দহের ওই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি।
দীপাবলির দিনে অনেকেই বাজি পোড়ান, আকাশেও আলোর উৎসব চলে। তাই কালী পুজোর পরের দিনেই কেন এমন ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। স্পষ্ট কোনও কারণ না জানা গেলেও, অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। কারখানার ভিতরের রাসায়নিকের জেরেই আগুন ছড়াতে শুরু করে।
ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছে দমকলকর্মীদের। দরকারে আরও ইঞ্জিন আনানোর ভাবনাও করা হয়েছে। ঘটনায় কারখানার ক্ষয়ক্ষতির হিসেবও এখনও স্পষ্ট নয়।