আমিনুর রহমান, বর্ধমান, ৭ এপ্রিল— রবিবার সাত সকলের হঠাৎ ঝডে় পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠশিয়ালী, কোরা, অমরপুর, হরিদোল সহ কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়৷ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে৷ সাধারণ মানুষজন চরম দুর্ভোগে পডে়ছেন৷ ঘরের চাল উডে় যাওয়া, গাছ উপডে় পড়ার মতো ঘটনা ঘটে৷ শিয়ালি গ্রামের বাসিন্দা শম্ভু রুইদাস সহ বেশ কয়েকজনের বাডি়র চাল উডে় যায়৷ ইলেকট্রিক পোলের উপর অনেক গাছ পরে বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ জোতশ্রীরাম অঞ্চলের মুইদিপুর গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি তপন কুমার দে ওই ঝডে়র সময় নিজের চরচাকা গাডি় নিয়ে অমরপুর ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন প্রবল ঝডে় গাডি় নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে দামোদর নদের জলে পড়ে রায়৷ তপনবাবু গুরুতর আহত হন৷ তাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মাথায় চোট পেয়েছেন তিনি৷ জামালপুরের বিডিও পার্থ সারথী দে বলেন, তারা ঝডে় ক্ষতির খবর পেয়েছেন ব্লক থেকে রিলিফ নিয়ে দ্রুত পৌঁছানো হয়েছে৷
এদিন ঝডে়র তান্ডবে ক্ষতিগ্রস্তডি এলাকায় দ্রুত পৌঁছে যান বিডিও পার্থ সারথি দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, এসআই ফুড প্রসেনজিৎ দত্ত সহ অন্যান্যরা৷ চকদিঘী পঞ্চায়েতের সাতঘডি় গ্রামের অভিজিৎ রায়, শিপ্রা গিরি, ঝর্না মুদি সহ অন্যান্যদের হাতে বাডি় পৌঁছে ত্রিপল তুলে দেন৷ একই সঙ্গে গ্রামগুলি সরেজমিন ঘুরে দেখেছেন৷ জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সকলের খোঁজ খবর নিয়েছেন৷ বিডিও জানিয়েছেন ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে যথাস্থানে পৌঁছে দেবেন৷
Advertisement
Advertisement
Advertisement



