• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

হঠাৎ হৃদরোগে আক্রান্ত বিএলও, কাজের চাপেই মৃত্যু, অভিযোগ

পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন আশিস ধর।

রাজ্যে বিশেষ সংশোধন কর্মসূচি ঘিরে আতঙ্ক ও কাজের চাপের অভিযোগের মধ্যেই ফের এক বিএলও-র মৃত্যুর ঘটনা সামনে এল। কখনও অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা, কখনও অসুস্থ হয়ে মৃত্যু, রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই একাধিক বিএলও আধিকারিকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার শুনানি পর্বে কোচবিহার জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক উদ্বেগের জেরেই মৃত্যু হয়েছে বুথ লেভেল অফিসারের। বিএলও-র মৃত্যুতে নির্বাচন কমিশন ও এসআইআরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মৃত বিএলও-র নাম আশিস ধর। তিনি কোচবিহার-২ ব্লকের বাণেশ্বরের ইছামারী গ্রামের বাসিন্দা। ওই পঞ্চায়েত এলাকার ১০৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন আশিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নিয়ে গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশিস। বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরে দ্রুত পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই শনিবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় ওই বিএলও আধিকারিকের। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন আশিস ধর। শুনানি, নথি যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তাঁকে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছিল। পরিবারের অভিযোগ, রাতদিন কাজের চাপ, প্রশাসনিক চাপ এবং সম্ভাব্য ভুল নিয়ে আশঙ্কা তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। এছাড়া তিনি পূর্ব গোপালপুরের চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।

Advertisement

Advertisement