• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

এনুমারেশন ফর্ম পূরণে ওটিপি চেয়ে প্রতারণা, গ্রেপ্তার ৮

বারাসতের কদম্বগাছির হেমন্ত বসু এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার টাঙিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করার প্রক্রিয়া চলছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এনুমারেশন ফর্ম পূরণের নাম করে প্রতারণার ছক। ফর্ম পূরণের সময় ফোনে আসছে ওটিপি। আর সেই ওটিপি দিয়েই কী কোনও প্রতারণার ছক কষছিলেন প্রতারকরা, তা খতিয়ে দেখছে পুলিশ। বারাসতের কদম্বগাছির হেমন্ত বসু এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার টাঙিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করার প্রক্রিয়া চলছিল।

লোকবন্ধু পার্টির নাম করে এই ফর্ম পূরণ চলছিল। অনেক মানুষ গিয়ে তাঁদের ফর্ম পূরণও করাচ্ছিলেন। কিন্তু এই ফর্ম পূরণের সময় চাওয়া হচ্ছিল ফোনে আসা ওটিপি নম্বর। অনলাইনে ফর্ম পূরণ করতে ওটিপি লাগলেও লাগতে পারে কিন্তু অফলাইনে ফর্ম পূরণ করতে ওটিপির কী দরকার, এই ভেবে সন্দেহ হয় কয়েকজন স্থানীয় বাসিন্দার। ফর্ম পূরণ করা কয়েকজনকে এই ওটিপি পাঠানোর কারণ জানতে চাইলে, তাঁদের তরফে বলা হয়, রেকর্ড রাখতেই ওটিপি সংগ্রহ করা হচ্ছে। এরপরেই থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

Advertisement

জিজ্ঞাসাবাদ করে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ৮ জনকে জিজ্ঞাসাবাদ করে এই ওটিপি নেওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া আটজন দিল্লি থেকে এসেছিলেন। তবে ফর্ম পূরণের সময় ওটিপি নিয়ে প্রতারণা করার পরিকল্পনা করছিলেন নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement