নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাইককে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
খড়গপুর লােকাল থানার অন্তর্গত ৬ নং জাতীয় সড়কে লছমাপুরে দুর্ঘটনাটি হয়। কর্তব্যে গাফিলতির জন্য তিনজন সিভিক ভলান্টিয়ারকে গাফিলতির জন্য তিনজন সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।
Advertisement
রবিবার সকালে সাড়ে নটা নাগাদ রাস্তা পারাপার করার জন্য তিনটি বাইক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এই সময় তেল বােঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকগুলিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রায় ২ ঘণ্টা জাতীয় সড়ক অবরােধ করেন। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভও দেখান। পরে পুলিশ এসে অবরােধ তুলে দেয়।
Advertisement
Advertisement



