সোমবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৩১ তম সমাবর্তন উৎসব। বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে সমাবর্তনের সূচনা করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. সিভি আনন্দ বোস।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর উপাচার্য অধ্যাপক ভি.রামগোপাল রাও। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল।
২ বছরের পর এ বছরের সমাবর্তন ঘিরে ছাত্রছাত্রী,গবেষক এমনকী প্রাক্তন ছাত্র, ছাত্রীদের মহলেও ছিল প্রবল উদ্দীপনা। উদ্বোধনী ভাষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণ সমাজের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই শিক্ষিত তরুণ, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলার লক্ষ্য উৎকর্ষতর হয়ে ওঠা। শুধুমাত্র সম্পদের বিচারে নয়, ক্ষমতার বিচারে নয় অন্যান্য মানুষের জীবনে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বাংলার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক ড. বিমলেন্দু বিশ্বাস জানিয়েছেন, এবারের সমাবর্তনে ডিগ্রি সার্টিফিকেট পেলেন মোট ৬৯ হাজার ৯৯২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী। ৩০৬ জন গবেষককে প্রদান করা হল পিএইচডি ডিগ্রি। ১০১ জন শিক্ষার্থী পেলেন বিভিন্ন পদক।
এদিন সমাবর্তনে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায় ও বিভিন্ন বিভাগের অধ্যক্ষরা।