• facebook
  • twitter
Monday, 8 December, 2025

জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা, গ্রেপ্তার ৩

১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা দিয়েছে এই তিন ব্যক্তি। সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা দায়ের করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় সড়কের সম্প্রসারণের কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ। জানা গিয়েছে, ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা দিয়েছে এই তিন ব্যক্তি। সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা দায়ের করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

হাই কোর্টের নির্দেশে ১ মার্চ পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছিল। অভিযোগ, কাজ চলাকালীন ভূমি রক্ষা কমিটির সদস্যরা সেই কাজে ক্রমাগত বাধা দেওয়ার চেষ্টা করে। এর ফলে কাজের অনেক ক্ষতি হয়। আমডাঙা থানার তরফে এই বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর ভূমি রক্ষা কমিটির তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমডাঙা থানা এলাকার বাসিন্দা এই তিন ধৃত ব্যক্তিদের নাম আবাস সামাদ (৬১), মহম্মদ সৈয়দ আহমেদ (৬২) এবং মনজুরুল আমিন ওরফে বাবলা (৪৩)।

Advertisement

সড়কপথে কলকাতা ও উত্তরবঙ্গের যোগাযোগকে সুদৃঢ় করতে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করা হয়। ২০০৯ সালেই এই কাজের নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে এই কাজ আটকে ছিল। সূত্রের খবর, ২১টি মৌজায় জমি দান করেছিল প্রায় ১২ হাজারজন। সরকারের তরফ থেকে অনেকেই ক্ষতিপূরণ পেয়েছে। ২০১৩ সালে এঁদের অনেকেই ক্ষতিপূরণের জন্য আন্দোলন করেছিল। ফলে সড়ক সম্প্রসারণের কাজ আটকে যায়। ফের কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই কাজ শুরু হয়েছে। এবার সরকারি কাজে বাধা দেওয়ার কারণে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

Advertisement