• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

প্রথম দফায় ৩০-এ ২৬, দাবি অমিতের, কটাক্ষ মমতার 

একুশে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভােটগ্রহণ নরমে গরমে মিটেছে বাংলায়। তাতে ৩০ টি আসনের মধ্যে ২৬ টি বিজেপি পাচ্ছে বলে দিল্লিতে ভবিষ্যৎবাণী করেছেন অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। (File Photo: IANS)

একুশে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভােটগ্রহণ নরমে গরমে মিটেছে বাংলায়। তাতে ৩০ টি আসনের মধ্যে ২৬ টি বিজেপি পাচ্ছে বলে দিল্লিতে ভবিষ্যৎবাণী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ’র এহেন ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন তুলেছেন। 

গত রবিবার দুপুরে যখন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ এই রকম দাবি করছিলেন। তাতে ওইদিনই বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তীর্যক সুরে বলেছেন, আর চারটে বাকি রাখলে কেন? ওগুলি কি সিপিএম-কংগ্রেসের জন্য। আমরা কি রসগােল্লা খাবাে? 

Advertisement

তবে তৃণমূল নেত্রী মমতা আশাবাদী প্রথম দফার ৮৪ শতাংশ ভােটগ্রহণে জনতার আশীর্বাদ তাদের সাথেই আছে। ইভিএম মেশিনের ভেতর কি জনমত পড়েছে, তা কি করে জানলেন অমিত শাহ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্রী মমতা। যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভােটগ্রহণ নিয়ে তৃণমূল বিরােধী অবস্থান নিচ্ছে তার সমালােচনাও চলছে শাসক দলের অন্দরে। 

Advertisement

তবে রাজনৈতিক কারবারিরা বলছেন- কর্মী সমর্থকদের মনােবল বাড়াতে প্রথম দফার নির্বাচন নিয়ে অক্সিজেন দিতে চেয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। আবার বিরােধী দলগুলির অভিযােগ- ইভিএম কারচুপিতে আত্মবিশ্বাসী হয়েই হয়তাে অমিত শাহ এরকম সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎবাণী করেছেন।

Advertisement