• facebook
  • twitter
Wednesday, 12 February, 2025

হোটেলের খাবারে বিষক্রিয়া! অসুস্থ পুলিশকর্মী সহ অন্তত ২৫ জন

থানা লাগোয়া হোটেলের খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন পুলিশকর্মী সহ ২৫ জন। এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।

থানা লাগোয়া হোটেলের খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন পুলিশকর্মী সহ ২৫ জন। এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। অসুস্থদের মধ্যে ১৫ জনকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

কীভাবে একসঙ্গে এতজন অসুস্থ হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে কথা বলেন। পুলিশ সূত্রে খবর, হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার জেরে এমন হয়ে থাকতে পারে।

কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, অসুস্থদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এখন সবাই ভালো আছেন। সব মিলিয়ে কতজন অসুস্থ সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, কয়েকজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুমারগঞ্জ থানা চত্বরের ওই হোটেলটি থেকে প্রায় প্রতিদিনই পুলিশকর্মীরা খাওয়াদাওয়া করেন। বৃহস্পতিবার দুপুরেও অন্যান্যদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকর্মী ওই হোটেল থেকে খাবার খান। কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এএসআই শ্রীমন্ত কুমার রায়, হোটেলের মালিকও ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। কয়েকজনের অবস্থার উন্নতি না হওয়ায়, তাঁদের বালুরঘাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়।