১৩,২৪৪ জন স্বাস্থ্যকর্মী নিয়ােগ হচ্ছে  

কোভিডের বিরুদ্ধে লড়তে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে খুব শীঘ্রই ১৩,২৪৪ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ােগ করা হবে।

Written by SNS Kolkata | May 14, 2021 3:49 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

কোভিডের বিরুদ্ধে লড়তে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে খুব শীঘ্রই ১৩,২৪৪ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ােগ করা হবে। এর মধ্যে ডাক্তার, নার্স, অচিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলেই রয়েছেন। 

রাজ্যে এই সময়ে দাঁড়িয়ে দৈনিক কুড়ি হাজারেরও বেশি মানুষ করােনা আক্রান্ত হচ্ছেন। মৃত্যু মিছিল হচ্ছে দীর্ঘায়িত। সর্বস্তরের মানুষজন রয়েছেন মৃতের তালিকায়। প্রায় প্রতিদিন বিভিন্ন হাসপাতাল থেকে একাধিক চিকিৎসক ও নার্স কোভিড আক্রান্ত হচ্ছেন। ফলে তাঁদেরকে যেতে হচ্ছে কোয়ারেন্টাইনে। 

হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রয়ােজনের তুলনায় অনেক কম রয়েছে ফলে সংকট আরও ভয়াবহ। এই কঠিন পরিস্থিতিতে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীর প্রয়ােজন ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে শয্যা সংখ্যা কিন্তু চিকিৎসক, নার্স না থাকায় সমস্যার পড়তে হচ্ছে রােগীদের। সে কারণেই বড় নিয়ােগের পথে হাঁটতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।