• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাড়া বৃদ্ধির দাবিতে ১২ ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক সিটুর

সংগঠনের অভিযোগ, গত কয়েক বছর ধরে তেলের দামবৃদ্ধির পাশাপাশি বেশ কিছু বদল এসেছে বাজার অর্থনীতিতে। কিন্তু তা সত্ত্বেও অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি হয়নি।

ভাড়া বৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিল সিটু। বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন জানিয়ে দিয়েছে, ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না তাদের সংগঠনের কোনও অ্যাপ ক্যাব। ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থার সহ-সম্পাদক সোহাগ খান।

সংগঠনের অভিযোগ, গত কয়েক বছর ধরে তেলের দামবৃদ্ধির পাশাপাশি বেশ কিছু বদল এসেছে বাজার অর্থনীতিতে। কিন্তু তা সত্ত্বেও অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি হয়নি। সরকারের তরফে অন্যান্য সুযোগ-সুবিধের কথাও ঘোষণা করা হয়নি। সিটু পরিচালিত অ্যাপ ক্যাব ইউনিয়নের বক্তব্য, পরিবহণ দপ্তরে একাধিকবার বিভিন্ন দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি।

Advertisement

সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের তরফে সহ-সম্পাদক সোহাগ খান বলেন, তেলের দাম যা বেড়েছে, অথচ ভাড়া বাড়েনি। ২০ তারিখ আমরা সবাই বৈঠকে বসেছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছি। ওই দিন ১২ ঘণ্টার জন্য ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলিকে রাস্তায় নামতে বারণ করেছি।

Advertisement

Advertisement