ফের ঊর্ধ্বমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৬০০। একদিনে রাজ্যে করোনার বলি ১২। সুস্থ হয়েছেন ৬৮৩ জন।
ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.৩৩ শতাংশ। উৎসবের মরশুমে চিন্তা আরও বাড়াচ্ছে রাজ্যে বাড়তে থাকা পজিটিভিটি রেট বা সংক্রমিতের হার, যা গত ২৪ ঘণ্টায় ৩ শতাংশে পৌঁছে গিয়েছে। আর এই উদ্বেগের দোসর হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা।
Advertisement
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৯৪ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। উল্লেখযোগ্যভাবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানে ১০৩ জন।
Advertisement
Advertisement



