মুর্শিদাবাদে গ্রেপ্তার ডাকাতদলের ১০ জন, উদ্ধার গাড়ি ও আগ্নেয়াস্ত্র

প্রতীকী চিত্র

‘পুলিশ’ লেখা স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হল ডাকাতির জন্য। মুর্শিদাবাদের বড়ঞায় একদল ডাকাত ধরা পড়েছে পুলিশের হাতে। ডাকাতদলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ছোট চারচাকা গাড়ি, ১৮ চাকার একটি ডাম্পার এবং ২টি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, ২১ আগস্ট বড়ঞা থানায় একটি ১৮ চাকার ডাম্পার চুরির অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের উপর ভিত্তি করে কান্দি মহকুমা পুলিশ এবং বড়ঞা থানার পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তিনজনকে জেরা করে আরও সাত জনের ব্যাপারে জানতে পেরেছে তাঁরা। এই দুষ্কর্মের সঙ্গে জড়িত মোট দশ জনের বিরুদ্ধে চুরি-ডাকাতির প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশ দাবি করেছে যে এই অভিযানে তারা সফল হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই ডাকাতদলের কার্যকলাপে এলাকার মানুষেরা অনেকদিন ধরেই আতঙ্কে ছিলেন।

কান্দি মহকুমা পুলিশ আধিকারিক বলেছেন, ‘গাড়ি চুরির তদন্তে নেমে প্রাথমিক ভাবে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের উপর নির্ভর করে অভিযান চালিয়ে আরও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার তাঁদের জেরা করে পুলিশ স্টিকার লাগানো গাড়ি-সহ মোট তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাঁদের কাছ থেকে চোরাই গাড়ি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’