• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মন্তেশ্বরে বাইক দুর্ঘটনায় হত ২

 নভেম্বর মন্তেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত হলাে ২ জনের, আহত ১ জন। তিন বন্ধু মিলে বাইক নিয়ে মন্তেশ্বর ব্লকের বামুন পাড়া গ্রামে ঘুরতে গিয়েছিলাে।

প্রতিকি ছবি (Photo: iStock)

নভেম্বর মন্তেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত হলাে ২ জনের, আহত ১ জন। তিন বন্ধু মিলে বাইক নিয়ে মন্তেশ্বর ব্লকের বামুন পাড়া গ্রামে ঘুরতে গিয়েছিলাে।

তবে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম জিয়ারুল সেখ ( ১৮ ) ও মােস্তাকিম শেখ ( ২৪ )। আহত হয়েছে উজির শেখ। সকলের বাড়ি মন্তেশ্বর ব্লকের রুইগড়িয়া গ্রামে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে ছুটছিল তাঁদের বাইকটি, দেনুর মােড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাডওয়ালে ধাক্কা মারে বাইক। তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে জানান। দুজনকে বর্ধমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরাে একজনের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

Advertisement

Advertisement