পুজোর উদ্বোধন, সঙ্গে বস্ত্র বিতরণ। এভাবেই পুজো শুরু করলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ও হুমগড় এলাকায় তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো সহ আরও অনেকে। পুজো উদ্বোধনের পর শতাধিক দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। প্রথমে চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনী মাঠ এবং পরে চন্দ্রকোনা রোড সংলগ্ন সাত বাঁকুড়া দুর্গাপুজোর উদ্বোধন করেন শ্রীকান্ত মাহাতো। এরপরই পৌঁছে যান জঙ্গল ঘেরা গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় মহিলা পরিচালিত একটি সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করতে। পর পর ৩টি পুজোর উদ্বোধনের পর দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দেন রাজ্যের মন্ত্রী। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। এছাড়াও প্রতিটি পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যদের কাছে আবেদন করেন, দর্শনার্থীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বার্তা দেন শ্রীকান্ত মাহাতো।
Advertisement
Advertisement



