• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

১০০ জন শিক্ষকের তত্ত্বাবধানে লার্নিং স্টার্টআপ 

১০০ জন শিক্ষাবিদদের ত্তত্ত্বাবধানে তৈরি হল একটি শীর্ষস্থানীয় শিক্ষা স্টার্টআপ। গেট সেট লার্ন নামে এই শিক্ষা স্টার্টআপটি শুরু করল অরবিন্দ মফতলাল গ্রুপ।

১০০ জন শিক্ষাবিদদের ত্তত্ত্বাবধানে তৈরি হল একটি শীর্ষস্থানীয় শিক্ষা স্টার্টআপ। গেট সেট লার্ন নামে এই শিক্ষা স্টার্টআপটি শুরু করল অরবিন্দ মফতলাল গ্রুপ। কলকাতায় ফিউচার রেডি কনক্লেভের ৭-ম সংস্করণের আয়োজনে এই স্টার্টআপটির ঘোষণা করে। এদিন স্টার্টআপটি নিয়ে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়, যেখানে ১০০ জন শিক্ষা-উদ্যোগপতি, লাইফ স্কিলস, স্ট্রিম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মতো প্রয়োজনীয় বিষয়গুলির ওপর আলোকপাত করেন।

ডঃ গৌরব ত্রিবেদী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটির সহযোগী অধ্যাপক এখানে স্ট্রিম এবং এআই শেখানোর গুরুত্বের উপর একটি আকর্ষণীয় বক্তব্য রাখেন। তিনি ভারতের তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে আধুনিক শিক্ষামূলক পদ্ধতির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।ডঃ রিতু উৎপল, চিফ অ্যাকাডেমিক অফিসার, গেট সেট লার্ন জানালেন, গেট সেট লার্ন-এ, আমরা শিক্ষার্থীদের জীবনে নানান সমস্যাগুলির বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে মোকাবিলা করা যায় তার সম্যক ধারণা তৈরি করতে শেখাব।

Advertisement

Advertisement

Advertisement