• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে তরুণরা

সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলে বেশ কিছদিন বাদে ফিরলেন বোলার বরুণ চক্রবর্তী। দলে ওপেনার হিসেবে দেখা যাবে অভিষেক শর্মাকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার পাশে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।

কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম খেলা গোয়ালিয়রে। দ্বিতীয় খেলাটি হবে দিল্লিতে। আর তৃতীয় বা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হায়দরাবাদে। ভারতীয় দলে প্রথম খেলবার সুযোগ পেলেন মায়াঙ্ক যাদব।

সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলে বেশ কিছদিন বাদে ফিরলেন বোলার বরুণ চক্রবর্তী। দলে ওপেনার হিসেবে দেখা যাবে অভিষেক শর্মাকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার পাশে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ফাস্ট বোলার হিসেবে আর্শদীপ সিং সক্রিয় ভূমিকা নেবেন। পাশে থাকবেন হর্ষিত রানা ও মায়াঙ্কা যাদব। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন সঞ্জু সামসন ও জিতেশ শর্মা।

Advertisement

এদিকে রিঙ্কু সিংয়ের উপর সবার নজর থাকবে। তাঁর ব্যাট ঝলসে উঠবে কী না সেটাই বড় প্রশ্ন! নজর থাকবে রবি বিষ্ণোইয়ের দিকে। স্বাভাবিকভাবে ভারতের তরুণ ব্রিগেড বাংলাদেশের বিপক্ষে লড়াই করবে।

Advertisement

Advertisement