ফের জুয়ার ঠেকে হানা পুলিশের, হাতেনাতে গ্রেপ্তার ৯ জন। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের ঘটনা। রবিবার গয়েশপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি ক্লাব লাগোয়া জুয়ার ঠেকে হানা দিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। কল্যানী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ অফিসাররা এই অভিযান চালান।
এই অভিযানে মোট ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার মধ্যে গত ১১ মাসে জুয়ার ঠেকে হানা চালিয়ে মোট ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কল্যাণী থানার অধীনে জুয়ার ঠেকে হানা দিয়ে গত ৬ মাসে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা।
Advertisement
জুয়ার বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও চলবে বলে দাবি পুলিশের। রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ ধাপোলা বলেন, সামনে উৎসব আসছে। জুয়ার আসর বাড়বে। আমাদের এই অভিযান আগামী দিনেও চলবে। জুয়া কোনওভাবেই চালানো যাবে না।
Advertisement
Advertisement



