• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘টালা থানায় তালা ঝুলিয়ে দেওয়া হোক’, বাঁকুড়ায় বললেন সুকান্ত

'আমি উত্তর কলকাতার বিজেপি কর্মীদের বলেছি, টালা থানা থাকার মানে নেই', মন্তব্য সুকান্ত মজুমদারের

আরজি করের ঘটনায় শনিবার বাঁকুড়ায় প্রতিবাদ সভা হয় বিজেপির। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, ‘আমি উত্তর কলকাতার বিজেপি কর্মীদের বলেছি, টালা থানা থাকার মানে নেই। রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যখন অপরাধীদের শাস্তি দিতে না পেরে তথ্যপ্রমাণ লোপাট করে। তাই টালা থানায় তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি শুরু করুন।’

দলীয় কর্মীদের উদ্দেশে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিচ্ছি, মার খেয়ে কাঁপতে কাঁপতে আসবেন না। মার দিয়ে আসুন। বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন ফোঁস করতে। ফোঁস কে করে? সাপ। ছোটবেলায় পড়েছিলাম, বাপুরাম সাপুড়ে। কবি আগেই বুঝেছিলেন, দু’টি জন্মাবে। তাই বিজেপিকে ফোঁস করতে এলে ডান্ডার ব্যবহার হবে। আগেই বলে দিলাম। ফোঁস-ফাঁস, ঠুস-ঠাস বন্ধ করুন। বালি, কয়লা চুরি করে যা টাকা করছেন ২০২৬-র আগে করে নিন। তারপর বাংলায় বিজেপি-র বুলডোজার সরকার গঠিত হবে।’

Advertisement

এ প্রসঙ্গে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, ‘বাঁকুড়া লোকসভা কেন্দ্রে হারের জ্বালা ভুলতে পারছে না বিজেপি, তাই যা মুখে আসছে তাই বলছে। এরকম একজনের কথার প্রতিক্রিয়া দিতে আমাদের লজ্জা লাগে।’

Advertisement

 

Advertisement