• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের ভিনরাজ্যে কর্মসংস্থানে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের

ফের ভিনরাজ্যে কর্মসংস্থানে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের। কেরলে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে বাংলার পাথরপ্রতিমার এক শ্রমিকের।

প্রতীকী ছবি

ফের ভিনরাজ্যে কর্মসংস্থানে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের। কেরলে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে বাংলার পাথরপ্রতিমার এক শ্রমিকের। ঘটনায় এখনও নিখোঁজ দুই শ্রমিক। তাদের খোঁজার জন্য তল্লাশি শুরু হয়েছে।

সামান্য বেশি অর্থ উপার্জনের স্বার্থে নিজ রাজ্য ছেড়ে গত আগস্টে ভিনরাজ্যে কাজের সন্ধানে যান তিনজন পরিযায়ী শ্রমিক। কেরালায় এক ঠিকাদারের অধীনে কাজ করতেন তাঁরা। কুয়ো খুঁড়তে গিয়ে আচমকাই ধস নেমে মাটির নীচে চাপা পড়ে যান তিনজন।

Advertisement

তাঁদের মধ্যে মৃত্যু হয় পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাজিবুর রহমান খানের। তাঁর বয়স ছিল আনুমানিক ৩৬ বছর।

Advertisement

এই ঘটনায় বাকি দুজন শ্রমিক এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। নিখোঁজ দুই শ্রমিকের একজন সুন্দরবন এবং অন্যজন বর্ধমানের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে নাজিবুর রহমানের পরিবারের উপর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হরিয়ানার চরখি দাদরি জেলার অন্তর্গত বধরা থানা এলাকায় বাংলার পরিযায়ী শ্রমিক সাবিরকে গোমাংস ভক্ষণের সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

Advertisement