পাঁশকুড়া ও ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার। পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে আটকায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ ঘিরে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছিল আর বলছিল তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে যে মুখ্যমন্ত্রী কখন আসবে। স্থানীয়রা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। ওঁরা ভেবেছে তৃণমূলের কোনও নেতা এসেছে। মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। রাজ্য প্রশাসন পচা চাল দিয়েছে। কাল আমাদের জেলা সভাপতি চাল, ডাল ও জল পৌঁছে দেবে। এখন আমরা খাবার ও জল দিচ্ছি।’
Advertisement
উল্লেখ্য, বুধবারের পর ফের বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি পাঁশকুড়া এবং রাতুলিয়ার একাধিক এলাকা ঘুরে দেখেন। ডিভিসি এত পরিমাণ জল ছাড়ার কারণে তিনি ক্ষুব্ধ। আগে কোনও দিন এত বেশি পরিমাণ জল ছাড়া হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন কি না তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এনিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
Advertisement
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিভিসি প্রায় চার লক্ষ কিউসেক জল ছেড়েছে। জীবনে যা কোনও দিন হয়নি। ডিভিসির জলধারণ ক্ষমতা মাত্র ৩৬ শতাংশ। কেন কেন্দ্রীয় সরকার ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ভুটান থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গ ভেসে যায়। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে নিরাপদ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো।’
Advertisement



