• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপির সঙ্গে আসন সমঝােতা নিয়ে ক্ষোভ, ইস্তফা দিলেন ২৬ জন শিবসেনা কাউন্সিলর

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার রাজ্যের শাসক জোটের অন্যতম শরিক শিবসেনার ২৬ জন কাউন্সিলর ইস্তফা দিলেন দলের সর্বোচ্চ নেতা উদ্ভব ঠাকরের কাছে।

শিবসেনার সর্বোচ্চ নেতা উদ্ভব ঠাকরে। (Photo: IANS)

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এর আগে বৃহস্পতিবার রাজ্যের শাসক জোটের অন্যতম শরিক শিবসেনার ২৬ জন কাউন্সিলর ইস্তফা দিলেন দলের সর্বোচ্চ নেতা উদ্ভব ঠাকরের কাছে। শুধু ২৬ জন কাউন্সিলরই নন পাশাপাশি ৩০০ জন সাধারণ সদস্যও ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।

কল্যাণ ইস্ট বিধানসভা কেন্দ্রটি শিবসেনার ধনঞ্জয় বােদারের দখলে। এবার সেখানে দাঁড় করানাে হয়েছে বিজেপির এক প্রার্থীকে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেই কাউন্সিলর ও দলের সাধারণ সদস্যরা ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়া এক নেতা বলেন, দলের তরফে বলা হয়েছে সর্বত্র জোট প্রার্থীদের সমর্থন করুন, কিন্তু আমরা কল্যাণ ইস্ট কেন্দ্রের বিজেপি প্রার্থীকে সমর্থন করতে পারব না।

Advertisement

২৬ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে ১৬ জন কল্যাণ দোম্বিভেলি মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে যুক্ত ছিলেন। বাকিরা উলহাসনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

গত সপ্তাহে বিজেপি-শিবসেনা আসন সমঝােতার কথা ঘােষণা করে। তাতে পলা হয়, ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে ১৫০টি, শিবসেনা লড়াই করবে ১২৪টি আসনে। বাকি ১৪টি আসনে প্রার্থী দেবে শাসক জোটের ছােটখাটো দলগুলি।

প্রসঙ্গত, গত ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিলেন ১২২টি আসনে। শিবসেনা পেয়েছিল ৬৩টি। কংগ্রেস পেয়েছিল ৪২টি, এনসিপি পেয়েছিল ৪১টি আসন।

Advertisement