গাছের ডাল কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকার মথুরা গ্রামে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাছের ডাল কেটে নেওয়ার কারণে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। দুই পরিবারের সদস্যরা একে অপরের বিরুদ্ধে লাঠি-রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ নিয়ে গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
Advertisement
দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আহতদের মধ্যে সন্ন্যাসী শিঠ নামে এক ব্যক্তির আঘাত গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
পরিস্থিতি সামাল দিতে গ্রামে রয়েছে পুলিশ প্রহরা। দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।
Advertisement



