আর্থিক তছরুপ মামলায় ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ ইডি। ইডি শ্রীনগরের এক আদালতে একটি আবেদন দাখিল করেছে যাতে জেকেসিএ অর্থ পাচার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লার এবং অন্যদের বিরুদ্ধে দুটি নতুন ফৌজদারি অভিযোগ যুক্ত করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে ইডির এই পদক্ষেপ নতুন করে চাপ সৃষ্টি করল প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর । জম্মু ও কাশ্মীর আদালতের অনুমতি পেলে ফারুকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে কেন্দ্রের আর্থিক দুর্নীতি দমন সংস্থা।