• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

গুজরাতে কুয়োয় পড়ে দুই পরিযায়ী শিশুর মৃত্যু

৬০ ফুট গভীর কুয়োর পড়ে মৃত্যু

গুজরাতে কুয়োয় পড়ে মৃত্যু হল দুই পরিযায়ী শিশুর। অভিযোগ, রাজকোটের নানা মাহিকা গ্রামে ৬০ ফুট গভীর একটি কুয়োতে পড়ে যায় ওই দুই শিশু।

মৃত শিশুদের নাম হৃতিক যাদব (বয়স ৪ বছর) এবং তার ভাই অশ্বিন যাদব (বয়স ২ বছর)। পরিযায়ী পরিবারের এই দুই শিশু ধানের জমিতে খেলছিল।

Advertisement

মধ্যপ্রদেশের দেওয়াস জেলার বাসিন্দা ওই পরিযায়ী পরিবারটি তিন মাস আগে কাজের খোঁজে গোন্ডাল তালুকে এসেছিলেন। সূত্রের খবর, কুয়োর ধারে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত কুয়োয় পড়ে যায় শিশুরা।

Advertisement

কয়েক ঘণ্টা অবধি দুর্ঘটনার কথা অজানা ছিল। মৃত এক শিশুর বাবা কুয়ো লাগোয়া এলাকার ধান জমিতে কাজ করছিলেন। তিনি দেখেই, ওই দুই শিশুর চটি জলে ভাসছে।

অনেক চেষ্টা পরেও কুয়োয় পড়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করতে পারেননি ওই ব্যক্তি। কোনওক্রমে নিজের সন্তানকে উদ্ধার করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দেহটি উদ্ধার করে গোন্ডাল মিউনিসিপ্যাল ফায়ার ব্রিগেড।

এরপর শিবম পাবলিক ট্রাস্টের দেওয়া অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গোন্ডাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোন্ডাল তালুকা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement