নজিরবিহীন ঘটনা ঘটল রাজস্থানে। সেনাবাহিনীর এক জওয়ানকে থানায় তুলে নিয়ে গিয়ে তাঁকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে জয়পুরের শিপ্রা পথ থানায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই থানায় গিয়ে জয়পুর পুলিশের এক আধিকারিককে তিরস্কার করেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। এই ঘটনায় এক সাব-ইন্সপেক্টর সহ ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
এই ঘটনার কথা রাজ্যের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের কানে যায়।সোমবার অনুগামীদের নিয়ে থানায় উপস্থিত হন মন্ত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে কড়া ভাষায় পুলিশকে তিনি প্রশ্ন করছেন, ‘একজন সার্ভিস সেনা জওয়ানকে আপনি লাঠি দিয়ে মারছেন। আপনাদের এত সাহস কী করে হয় ? একজন সেনার সঙ্গে এমন আচরণ করলে সাধারণ মানুষের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন ?’
Advertisement
Advertisement



