• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘একজন শিক্ষান‍বিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয়বিদারক ‘ আর জি কর–এর ঘটনায় দ্রুত পদক্ষেপের আর্জি প্রিয়াঙ্কা গান্ধির

দিল্লি, ১২ আগস্ট – আর জি কর-এর ঘটনায় উত্তাল দেশ। সোম‍বার থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রতি‍বাদ––‍বিক্ষোভ। এরই মাঝে আর জি কর–এর ঘটনায় প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। সোম‍বার এক্স হ্যান্ডেলে তিনি ঘটনার কড়া নিন্দা করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেই প্রিয়াঙ্কা গান্ধি এক্স হ্যান্ডেলে এই ঘটনার যথাযথ ‍বিচার চান। এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় ন্যায়বিচার যাতে সঠিক পথে পরিচালিত হয় তার উপর জোর দিয়েছেন ইন্ডিয়া জোট শরিক দলের নেত্রী প্রিয়াঙ্কা। আর জি কর–এর ঘটনায় এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘ কলকাতার আর জি কর হাসপাতালে একজন শিক্ষান‍বিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয়বিদারক। তিনি লেখেন, এদেশে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা অত্যন্ত ‍বড় একটি ‍সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্য‍বদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই ‍বিষয়ে দ্রুত এ‍বং কঠোরতম পদক্ষেপ করার এ‍বং এই ঘটনায় যে চিকিৎসক পরিস্থিতির শিকার হয়োছেন তাঁর পরি‍বার এ‍বং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়‍বিচারের দা‍বি নিশ্চিত করার জন্য আ‍বেদন জানাচ্ছি। ‘   মুখ্যমন্ত্রী মমতা ‍বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা না করলেও প্রিয়াঙ্কা গান্ধি ‍বুঝিয়ে দিয়েছেন যে ‍বিষয়টি ন‍িয়ে কংগ্রেস নেতৃত্ব যথেষ্ট উদ্বিগ্ন এ‍বং তাঁরা গোটা ঘটনার উপর নজর রেখেছেন। রাজনৈতিক ‍বিশ্লেষকদের একাংশের মতে, সমালোচনা না করেও ন্যায়‍বিচার নিশ্চিত করার আ‍বেদন জানিয়ে প্রিয়াঙ্কা ‍বুঝিয়ে দিয়েছেন ‍বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা।   এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান সর্বভারতীয় স্তরের চিকিৎসকেরাও। এর ফলে দেশজুড়ে ‍ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হন তাঁরা। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধির এই পোস্ট যতেষ্ট তাৎপর্যপূর্ণ ‍বলে মনে করছে রাজনৈতিক মহল । Advertisement Advertisement

প্রিয়াঙ্কা গান্ধি (Photo: IANS)

দিল্লি, ১২ আগস্ট – আর জি কর-এর ঘটনায় উত্তাল দেশ। সোম‍বার থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রতি‍বাদ––‍বিক্ষোভ। এরই মাঝে আর জি কর–এর ঘটনায় প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। সোম‍বার এক্স হ্যান্ডেলে তিনি ঘটনার কড়া নিন্দা করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেই প্রিয়াঙ্কা গান্ধি এক্স হ্যান্ডেলে এই ঘটনার যথাযথ ‍বিচার চান। এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় ন্যায়বিচার যাতে সঠিক পথে পরিচালিত হয় তার উপর জোর দিয়েছেন ইন্ডিয়া জোট শরিক দলের নেত্রী প্রিয়াঙ্কা।
আর জি কর–এর ঘটনায় এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘ কলকাতার আর জি কর হাসপাতালে একজন শিক্ষান‍বিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয়বিদারক। তিনি লেখেন, এদেশে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা অত্যন্ত ‍বড় একটি ‍সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্য‍বদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই ‍বিষয়ে দ্রুত এ‍বং কঠোরতম পদক্ষেপ করার এ‍বং এই ঘটনায় যে চিকিৎসক পরিস্থিতির শিকার হয়োছেন তাঁর পরি‍বার এ‍বং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়‍বিচারের দা‍বি নিশ্চিত করার জন্য আ‍বেদন জানাচ্ছি। ‘
 
মুখ্যমন্ত্রী মমতা ‍বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা না করলেও প্রিয়াঙ্কা গান্ধি ‍বুঝিয়ে দিয়েছেন যে ‍বিষয়টি ন‍িয়ে কংগ্রেস নেতৃত্ব যথেষ্ট উদ্বিগ্ন এ‍বং তাঁরা গোটা ঘটনার উপর নজর রেখেছেন। রাজনৈতিক ‍বিশ্লেষকদের একাংশের মতে, সমালোচনা না করেও ন্যায়‍বিচার নিশ্চিত করার আ‍বেদন জানিয়ে প্রিয়াঙ্কা ‍বুঝিয়ে দিয়েছেন ‍বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা।
 
এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান সর্বভারতীয় স্তরের চিকিৎসকেরাও। এর ফলে দেশজুড়ে ‍ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হন তাঁরা। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধির এই পোস্ট যতেষ্ট তাৎপর্যপূর্ণ ‍বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Advertisement

Advertisement