ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে ভারতের কুস্তিগির ভিনেশ ফোগতের ওজন বেশি হওয়াতে বাতিল হয়ে যান প্রতিযোগিতা থেকে। ৫০ কেজির বেশি ওজন হওয়ায় তিনি আর লড়াইতে অংশ নিতে পারবেন না। এই খবর জানতে পেরেই আইওসি’র সদস্য নীতা আম্বানি বলেছেন, দেশবাসী ভিনেশের জন্য ব্যথিত। ভিনেশ চ্যাম্পিয়ন যোদ্ধা কোনও সন্দেহ নেই। ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে লড়াইয়ে। সে সবসময় প্রতিকূলতাকে অতিক্রম করে মূল লক্ষ্যে পৌঁছে যেতে জানে। বিশ্বাস করি, আগামী দিনে তাঁর স্বপ্ন, অধ্যবসায় অবশ্যই উজ্জ্বল হবে। পদকের চেয়েও গুরুত্বপূর্ণ তাঁর প্রচেষ্টা।
Advertisement
Advertisement



